Thursday, August 21, 2025

বিরোধী দলনেতার নির্দেশে বিধানসভার সব কমিটি থেকে সরে গেলেন বিজেপি বিধায়করা। এই ‘ত্যাগ’-এর কারণ, মুকুল রায়কে কেন PAC-র চেয়ারম্যান করা হয়েছে৷ স্রেফ ইস্তফা’ই নয়, দল বেঁধে মঙ্গলবার রাজ্যপালের কাছে নালিশও জানিয়ে এসেছেন তাঁরা৷ যদিও এ বিষয়ে শুধু নালিশ শোনা ছাড়া রাজ্যপালের কিছুই করনীয় নেই৷

আর এই ইস্যুতে গেরুয়া- অন্দরে কার্যত শুম্ভ- নিশুম্ভের লড়াইয়ের আবহ তৈরি হয়েছে এদিন সন্ধ্যা থেকেই৷ শুধু একে অপরের বিরুদ্ধে সামান্য তোপ দাগা’র মধ্যে মতবিরোধ সীমাবদ্ধ থাকেনি৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘তৃণমূলের এজেন্ট’ পর্যন্ত বলেছেন বঙ্গ-বিজেপির একাধিক নেতা ৷

বিধানসভার কমিটি থেকে বিজেপি বিধায়কদের ইস্তফা দেওয়ার একক সিদ্ধান্ত বিরোধী দলনেতার৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে ঝড় উঠেছে বিজেপির অভ্যন্তরে৷ একাধিক শীর্ষনেতার বক্তব্য, “এই সিদ্ধান্ত বিরোধী দলনেতার একার৷ ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত অপরিনত৷ এভাবে তৃণমূলের বিরোধিতা করে বিজেপি নিজের ক্ষতি করলো৷ লাভ হলো শাসক দলের৷ শুভেন্দু অধিকারী পরোক্ষে তৃণমূলের সুবিধা করে দিলেন৷ বিজেপির অন্দরে তৃণমূলের ‘সিক্রেট এজেন্ট’ হিসাবে কাজ করছেন বিরোধী দলনেতা৷”

গুরুতর এই অভিযোগ তোলার কারণ ব্যাখ্যা করে ওই নেতারা বলেছেন, “এই প্রথমবার আমরা বিধানসভার এতগুলি কমিটির প্রধান হওয়ার সুযোগ পেয়েছিলো৷ এই সুযোগ কাজে লাগাতে পারলে অনেকটাই চাপে থাকতো শাসক দল৷ কিন্তু ইস্তফা দিয়ে বিজেপি আসলে তৃণমূলেরই সুবিধা করে দিলো৷ তৃণমূলের পাতা ফাঁদে নির্বোধের মতো ধরা দিলো বিজেপির পরিষদীয় দল৷ শাসক দল এমনটাই চাইছিলো৷”

এখানেই শেষ নয়৷ পদ্ম-শিবিরের এক শীর্ষ নেতার সাফ কথা, ” ইস্তফা দিয়ে প্রতিবাদ জানাতে হলে পদত্যাগ করতে পারতেন বিরোধী দলনেতা স্বয়ং৷ তাতে চাপ হয়তো জোরালো হতো৷ অথচ শুভেন্দু নিজের পদ বুক দিয়ে আগলে বলি দিলেন দলের বিধায়কদের৷ কোনও নেতা যদি এমন নগ্নভাবে নিজের স্বার্থ রক্ষা করে, তাহলে দলের বিধায়কদের মনোবল ভাঙ্গতে বাধ্য”৷ বিজেপির এই বলেছেন, “এবার হয়তো স্পিকারের হাতে-পায়ে ধরে ইস্তফাপত্র গ্রহণ না করতে আর্জি জানাবেন শুভেন্দু ৷ এইভাবে ইস্তফা দেওয়ায় দলের লাভ কতখানি হলো? পুরো লাভ তুলে নিলো শাসক দল৷ নজরদারি করার কেউ আর রইলো না৷”

বঙ্গ-বিজেপির এই নেতাদের বক্তব্য, “মুকুল রায়ের PAC-র চেয়ারম্যান হওয়া আটকাতে পারলেন না শুভেন্দু, তার উপর দলের বাকি বিধায়কদেরও কমিটি থেকে ইস্তফা দেওয়ালেন৷ অথচ নিজে পদ ধরে রাখলেন? এ কেমন নেতা ? তৃণমূলের স্বার্থ কেন রক্ষা করলেন বিরোধী দলনেতা, তার জবাব চাওয়া হবে”৷

আরও পড়ুন- “PAC চেয়ারম্যান ইস্যুতে রাষ্ট্রপতি-রাজ্যপাল যেখানে খুশি যাক!” শুভেন্দুকে কড়া জবাব স্পিকারের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version