Thursday, January 8, 2026

‘বেচারাম’ কেন্দ্র! এবার LIC-র শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন

Date:

Share post:

এবার বিলগ্নিকরণের পথে LIC বা জীবনবিমা নিগম৷ এই সংস্থার শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ LIC-র শেয়ার ছাড়ার সিদ্ধান্তে অনুমোদন পেয়ে গিয়েছে কেন্দ্র৷ ফলে এবার বিলগ্নিকরণের পথে LIC বা জীবন বিমা নিগম৷

বিলগ্নিকরণ বিষয়টি কী? সহজ কথায়, বিলগ্নিকরণ হলো, সরকার নিজের লগ্নি তুলে নিচ্ছে। অর্থাৎ, বিলগ্নিকরণের মাধ্যমে রাজকোষ ঘাটতি কমানো৷ সরকার নিজের ব্যয়ের পরিমাণ কমিয়ে ঘাটতি কমাচ্ছে। একদমই আত্মঘাতী সিদ্ধান্ত৷ কারণ সরকারি খরচ কমলে অর্থনীতির বৃদ্ধির হারও কমবে, কর-রাজস্ব আদায়ের পরিমাণও কমবে। অন্য দিকে, মন্দার মুখে পড়ে সরকার সামাজিক ক্ষেত্রে এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যয়ের পরিমাণও কমাচ্ছে। ভারতীয় অর্থনীতি এখন থমকে আছে চাহিদার অভাবে। এই পরিস্থিতিতে সরকারি ব্যয়ের পরিমাণ কমলে কর্মসংস্থান আরও কমবে। এবং শেষ পর্যন্ত GDP-র অনুপাতে রাজকোষ ঘাটতির পরিমাণ বাড়বে। অর্থাৎ, ফিসকাল ম্যানেজমেন্টের নীতি হিসেবেও সরকারের বিলগ্নিকরণের সিদ্ধান্ত খারাপ।

দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে CCEA বা অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি৷ এবার LIC-র কত পরিমাণ শেয়ার ছাড়া হবে, শেয়ারের দাম কত হবে, কোন সময় শেয়ার ছাড়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন একটি প্যানেল। ভারতের কর্পোরেট জগতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে বলে অর্থনৈতিক মহলের বক্তব্য। শেয়ার ছাড়ার আগে LIC-র বাজারমূল্য, লাভ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য চলতি বছরের জানুয়ারি মাসেই একটি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করেছিল কেন্দ্র। দ্রুত LIC- র বাজারমূল্য এবং অন্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সংস্থা ৷ গত সপ্তাহে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে LIC-র শেয়ার ছাড়ার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। কত পরিমাণ শেয়ারের বিলগ্নিকরণ করা হবে, তা এবার ঠিক করা হবে৷ চলতি অর্থবর্ষের মধ্যেই LIC-র শেয়ার ছাড়ার ঘোষণা হবে৷

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের মাধ্যমে বাজার থেকে ১.৭৫ লাখ কোটি টাকার তোলার পরিকল্পনা করেছে মোদি সরকার৷ বিক্রি করে কিছু টাকা হাতেও এসেছে। কিন্তু ১.৭৫ লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা পূরণের জন্য LIC-র বিলগ্নিকরণ পরিকল্পনা কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ফেব্রুয়ারিতে সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সীতারামন বলেছিলেন, “২০২১-২২ সালে আমরা LIC-র শেয়ার বাজারে ছাড়বো৷”

এই মুহুর্তে কেন্দ্রের হাতে LIC-র ১০০ শতাংশ শেয়ার আছে।

spot_img

Related articles

হাদি খুনে ভারতের নাম জড়ানোর পিছনে স্বার্থ আছে ইউনূসের! বিস্ফোরক মন্তব্য হাসিনার

বাংলাদেশের যুবনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতকে জড়ানোর চেষ্টা 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)।...

তেল-যুদ্ধে ‘শাস্তি’র মুখে ভারত? পুতিনকে রুখতে এবার শুল্কের ব্রহ্মাস্ত্র ট্রাম্পের!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়তে পারে ভারতের গায়ে। ভ্লাদিমির পুতিনকে বাণিজ্যিকভাবে কোণঠাসা করতে এবার ভারত ও চিনের...

অন্যান্য রাজনৈতিক দল বিজেপির সঙ্গে ডিল করেছে, ২০২৯-এ ওদের গল্প শেষ: বিস্ফোরক অভিষেক

“অন্যান্য রাজনৈতিক দলগুলি ডিল করে নিয়েছে বিজেপির সঙ্গে।“ বৃহস্পতিবার, মালদহের (Maldah) সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC)...

সিনেমার চরিত্রের নাম দিয়ে ছেলের নাম রাখলেন ভিকি, শুভেচ্ছা ‘উরি’ পরিচালকের 

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফের (Vicky Kaushal - Katrina Kaif) ছেলের নাম প্রকাশ্যে। গত বছর...