Sunday, November 16, 2025

‘বেচারাম’ কেন্দ্র! এবার LIC-র শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন

Date:

এবার বিলগ্নিকরণের পথে LIC বা জীবনবিমা নিগম৷ এই সংস্থার শেয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ LIC-র শেয়ার ছাড়ার সিদ্ধান্তে অনুমোদন পেয়ে গিয়েছে কেন্দ্র৷ ফলে এবার বিলগ্নিকরণের পথে LIC বা জীবন বিমা নিগম৷

বিলগ্নিকরণ বিষয়টি কী? সহজ কথায়, বিলগ্নিকরণ হলো, সরকার নিজের লগ্নি তুলে নিচ্ছে। অর্থাৎ, বিলগ্নিকরণের মাধ্যমে রাজকোষ ঘাটতি কমানো৷ সরকার নিজের ব্যয়ের পরিমাণ কমিয়ে ঘাটতি কমাচ্ছে। একদমই আত্মঘাতী সিদ্ধান্ত৷ কারণ সরকারি খরচ কমলে অর্থনীতির বৃদ্ধির হারও কমবে, কর-রাজস্ব আদায়ের পরিমাণও কমবে। অন্য দিকে, মন্দার মুখে পড়ে সরকার সামাজিক ক্ষেত্রে এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যয়ের পরিমাণও কমাচ্ছে। ভারতীয় অর্থনীতি এখন থমকে আছে চাহিদার অভাবে। এই পরিস্থিতিতে সরকারি ব্যয়ের পরিমাণ কমলে কর্মসংস্থান আরও কমবে। এবং শেষ পর্যন্ত GDP-র অনুপাতে রাজকোষ ঘাটতির পরিমাণ বাড়বে। অর্থাৎ, ফিসকাল ম্যানেজমেন্টের নীতি হিসেবেও সরকারের বিলগ্নিকরণের সিদ্ধান্ত খারাপ।

দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার শেয়ার ছাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে CCEA বা অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি৷ এবার LIC-র কত পরিমাণ শেয়ার ছাড়া হবে, শেয়ারের দাম কত হবে, কোন সময় শেয়ার ছাড়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন একটি প্যানেল। ভারতের কর্পোরেট জগতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে বলে অর্থনৈতিক মহলের বক্তব্য। শেয়ার ছাড়ার আগে LIC-র বাজারমূল্য, লাভ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য চলতি বছরের জানুয়ারি মাসেই একটি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করেছিল কেন্দ্র। দ্রুত LIC- র বাজারমূল্য এবং অন্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সংস্থা ৷ গত সপ্তাহে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে LIC-র শেয়ার ছাড়ার প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। কত পরিমাণ শেয়ারের বিলগ্নিকরণ করা হবে, তা এবার ঠিক করা হবে৷ চলতি অর্থবর্ষের মধ্যেই LIC-র শেয়ার ছাড়ার ঘোষণা হবে৷

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের মাধ্যমে বাজার থেকে ১.৭৫ লাখ কোটি টাকার তোলার পরিকল্পনা করেছে মোদি সরকার৷ বিক্রি করে কিছু টাকা হাতেও এসেছে। কিন্তু ১.৭৫ লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা পূরণের জন্য LIC-র বিলগ্নিকরণ পরিকল্পনা কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ফেব্রুয়ারিতে সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সীতারামন বলেছিলেন, “২০২১-২২ সালে আমরা LIC-র শেয়ার বাজারে ছাড়বো৷”

এই মুহুর্তে কেন্দ্রের হাতে LIC-র ১০০ শতাংশ শেয়ার আছে।

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...
Exit mobile version