Thursday, August 21, 2025

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়! বিঘ্নিত হতে পারে মোবাইল সিগন্যাল

Date:

দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সূর্যের বুকে তৈরি হওয়া সৌর ঝড়। বেগ ঘণ্টায় ১৬ লক্ষ কিলোমিটার!

কিন্তু কী এই সৌরঝড়?

সৌরঝড় (Solar Storm) বস্তুত সূর্যের বুকে তৈরি হওয়া এক ধরনের বিস্ফোরণ। সূর্যের গায়ে চাঁদের মতোই যে দাগ থাকে, যাকে ইংরেজিতে বলা হয় সানস্পট, তা আদতে নানা আকারের গর্ত ছাড়া আর কিছুই নয়। এই ক্ষেত্রগুলোয় যে চৌম্বকীয় শক্তি থাকে, তা থেকে যখন রেডিয়েশন ঘটে, তা ঝড়ের মতো ছড়িয়ে পড়ে মহাশূন্যে। এই কারণেই একে সৌরঝড় নামে অভিহিত করা হয়।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে রবিবার বা সোমবার এটি পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে। তবে নাসা জানিয়েছে, আজই এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর।

আরও পড়ুন-অসন্তোষ ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নয়, বার্তা সুপ্রিম বিচারপতির

পৃথিবীর বুকের সৌর ঝড় আছড়ে পড়লে কী কী হতে পারে?

এই সৌর ঝড়ের জেরে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে। নাসার দাবি, সৌর ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এর ফলে জিপিএস এবং মোবাইল সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে।

এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। এর ‌ফলে কানাডাতে প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ ছিল না। এরপর ২০০৪ সালে যখন পৃথিবী সৌর ঝড় দেখেছিল, তখন প্রযুক্তি এতটাও উন্নত ছিল না। মানুষ এতটা প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল না। তবে এখন সময় বদলেছে। মানুষ আরও বেশি মোবাইল ও প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২০২০ সালে সূর্য এর ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে বলে জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে আজ ফের এক সৌর ঝড়ের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী।

পাশাপাশি, বলা হয়েছে, পৃথিবীর কোনও কোনও দেশে বিস্তীর্ণ অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ সংযোগ থেকে। সৌরঝড় থেকে নির্গত কণাগুলি পৃথিবীর উপরিভাগের কক্ষপথে থাকা স্যাটেলাইটের গায়ে লাগতে পারে বলেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানা গিয়েছে। ভারতেও এর অভিব্যক্তি দেখা যেতে পারে বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version