Wednesday, August 27, 2025

করোনার মধ্যে কানওয়ার যাত্রা কেন? যোগী সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট

Date:

কোভিড অতিমারি (pandemic) পরিস্থিতির মধ্যে শিবভক্তদের কানওয়ার যাত্রার (kanwar yatra) অনুমতি দেওয়া নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট (supreme court)। অতিমারিতে যখন বিভিন্ন রাজ্যে জনসমাগম এড়াতে বড় বড় ধর্মীয় উৎসবের গণ জমায়েতে রাশ টানা হচ্ছে তখন উত্তরপ্রদেশের (uttar pradesh) যোগী আদিত্যনাথ সরকার কানওয়ার যাত্রায় অনুমতি দিয়েছে মঙ্গলবার। প্রতি বছর এই যাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার শিবভক্ত মিছিল করে বিভিন্ন তীর্থক্ষেত্রে যায়। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যখন চলছে তখন এধরনের উৎসবে কীভাবে অনুমতি দেওয়া হল তার জবাব তলব করে বুধবার যোগী সরকারের কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্বঃতপ্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা করেছে।

আরও পড়ুন-বিস্ফোরণ ঘটাতে পারে আইএসআই জঙ্গিরা, বিহারের একাধিক স্টেশনে জারি হাই অ্যালার্ট

প্রসঙ্গত, কয়েক মাস আগে কুম্ভমেলায় গণ জমায়েতের পর সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছিল বলে অভিযোগ। বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার কুম্ভমেলার জন্য আরটি-পিসিআর টেস্ট করিয়েছে বলে প্রচার করলেও পরে তদন্তে ধরা পরে কুম্ভমেলায় করোনা পরীক্ষা নিয়ে বিপুল জালিয়াতি হয়েছে। ভুয়ো নামে ভুয়ো পরীক্ষার কথা বলে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে সরকারের অনুমতিপ্রাপ্ত সংস্থা। কোনও পরীক্ষা না করেই ভুয়ো রিপোর্ট পেশ করে জনস্বাস্থ্য নিয়ে ছেলেখেলা হয়েছে। সেই বিতর্কের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বদল হয়েছে সম্প্রতি। নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি গতকাল জানিয়েছেন, তাঁর রাজ্যে কানওয়ার যাত্রার অনুমতি দেওয়া হবে না। কুম্ভমেলার অভিজ্ঞতার ভিত্তিতে সতর্ক ধামির মন্তব্য, মানুষের জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না। কিন্তু উত্তরাখণ্ড সরকার যাত্রা বাতিলের কথা জানালেও উত্তরপ্রদেশের যোগী সরকার জনসমাগম হবে জেনেও যাত্রার অনুমতি দিয়েছে। আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এই বিষয়ে নোটিস দিয়েছে রাজ্যকে। রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কয়েক হাজার শিবভক্তকে চটাতে চাননি মুখ্যমন্ত্রী যোগী। যদিও প্রশ্ন উঠছে, প্রশাসনের কাছে অতিমারির সময়ে জনস্বাস্থ্যের চেয়েও কি ধর্মীয় উৎসব বেশি গুরুত্বপূর্ণ?

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version