বিহারের ট্রেনে বোমা রেখে বিস্ফোরণের ছক পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআইয়ের (Isi)। এই আশঙ্কায় বিহারের একাধিক স্টেশনে হাই অ্যালার্ট (High Alart) জারি করা হয়েছে। দানাপুরের (Danapur) সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসার বেশ কয়েকটি জেলার এসপিকে (Sp) গোপনপত্র লিখে সতর্ক করেছেন।
সূত্রের খবর, বিহার (Bihar) থেকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) যাতায়াত করা শ্রমিক স্পেশাল ট্রেনগুলিকে টার্গেট করছে জঙ্গিরা। প্রশাসনের উপর চাপ বাড়াতে এবং আতঙ্ক ছড়াতে এই বিস্ফোরণের ছক। বক্সার, জাহানাবাদ, নওদা, নালন্দা, গাজীপুর, বেগুসারাই, এই সমস্ত স্টেশনের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 15 অগাস্টের আগে এইসব জায়গায় টাইম বোমা বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই মুহূর্ত সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রেল এবং বিহার প্রশাসন। নজরদারির পাশাপাশি স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হচ্ছে।