অভিনব! ৫০০০ ইউনিট রক্ত দিচ্ছে উত্তর কলকাতা যুব তৃণমূল

ব্লাডব্যাঙ্কগুলির পাশে উত্তর কলকাতা জেলা যুব তৃণমূল।

১ জুলাই থেকে ৩১ জুলাই রোজ দুটি করে ওয়ার্ডে রক্তদানশিবির এবং বৃক্ষরোপন। জেলা তৃণমূল যুব সভাপতি অনিন্দ্য রাউতের বক্তব্য,” মোট ৫০০০ ইউনিট রক্ত দেওয়া হবে।”

বুধবার এই কর্মসূচি ছিল ২৮ নম্বর ওয়ার্ডে রাজাবাজারে। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি অনিন্দ্য রাউত, ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি সৌরভ রায়, জেলার সাধারণ সম্পাদক জয় মুখোপাধ্যায়, সম্পাদক মহম্মদ আলি জান প্রমুখ। ছিলেন জেলার আরও পদাধিকারীরা। বস্তুত গোটা জেলাজুড়ে যুব শাখা নিজেরা যে বিপুল কর্মযজ্ঞে জনসংযোগ করছে, মূল জেলা সংগঠন এখনও সেই ধরণের কোনো কর্মসূচি দীর্ঘকাল নেয়নি। অনিন্দ্যর সঙ্গে এই যুব টিম রোজ দুটি করে ওয়ার্ডে ঘুরে ঘুরে দলের প্রচার চালাচ্ছেন।

 

 

আরও পড়ুন- হাইকোর্টের প্রতি আস্থা হারিয়ে নন্দীগ্রাম-মামলা অন্যত্র সরাতে সুপ্রিম কোর্টে শুভেন্দু!