Thursday, August 21, 2025

পাকিস্তানে বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, ৯ চিনা নাগরিকসহ মৃত অন্তত ১৩

Date:

Share post:

পাকিস্তানে(Pakistan) এবার বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতদের তালিকায় রয়েছেন ৯ জন চিনা ইঞ্জিনিয়ার ও ২ পাক সেনা জওয়ান। অনুমান করা হচ্ছে, জঙ্গি হামলার(terror attack) কবলে পড়েছিল এই বাসটি(Bus)। যদিও পাক সরকারের জল ও শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার মুখে পড়েছিল ওই বাস।

পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উচ্চ কোহিস্তান জেলার দাসু এলাকায় বুধবার এই দুর্ঘটনা ঘটে। এই এলাকাতেই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় দাসু বাঁধ তৈরির কাজে পাকিস্তানকে সাহায্য করেছিল চিনা ইঞ্জিনিয়াররা। এই বাসে করেই ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের কর্মস্থলে নিয়ে আসা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই বাসটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ হয়। এরপর শূন্যে পাক খেয়ে খাদে আছড়ে পড়ে বাসটি। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কীভাবে বাসটিতে বিস্ফোরণ ঘটল? আদৌ এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পাক সরকার।

আরও পড়ুন:গেরুয়া আকাশে সূর্যাস্তের মুখে দিলীপ! রাজ্য বিজেপি সভাপতির কাশ্মীর সফর নিয়ে জোর চর্চা

অন্যদিকে, এই ঘটনায় সরাসরি জঙ্গি যোগ রয়েছে এমনটা দাবি করে বিবৃতি পেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান। তিনি বলেন, অত্যন্ত কাপুরুষোচিত আক্রমণ এটি। পাশাপাশি তাঁর আরও দাবি, এ ধরনের হামলা চালিয়ে পাকিস্তান এবং প্রতিবেশীদের মধ্যে যে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে, তা থেকে নজর ঘোরানো যাবে না। যদিও পাক সরকারের জনশক্তি উন্নয়ন মন্ত্রকের দাবি দুর্ঘটনার কবলেই পড়েছিল বাসটি।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...