Thursday, August 21, 2025

পাকিস্তানে বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, ৯ চিনা নাগরিকসহ মৃত অন্তত ১৩

Date:

পাকিস্তানে(Pakistan) এবার বাসের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতদের তালিকায় রয়েছেন ৯ জন চিনা ইঞ্জিনিয়ার ও ২ পাক সেনা জওয়ান। অনুমান করা হচ্ছে, জঙ্গি হামলার(terror attack) কবলে পড়েছিল এই বাসটি(Bus)। যদিও পাক সরকারের জল ও শক্তি উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার মুখে পড়েছিল ওই বাস।

পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উচ্চ কোহিস্তান জেলার দাসু এলাকায় বুধবার এই দুর্ঘটনা ঘটে। এই এলাকাতেই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় দাসু বাঁধ তৈরির কাজে পাকিস্তানকে সাহায্য করেছিল চিনা ইঞ্জিনিয়াররা। এই বাসে করেই ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের কর্মস্থলে নিয়ে আসা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই বাসটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ হয়। এরপর শূন্যে পাক খেয়ে খাদে আছড়ে পড়ে বাসটি। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কীভাবে বাসটিতে বিস্ফোরণ ঘটল? আদৌ এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পাক সরকার।

আরও পড়ুন:গেরুয়া আকাশে সূর্যাস্তের মুখে দিলীপ! রাজ্য বিজেপি সভাপতির কাশ্মীর সফর নিয়ে জোর চর্চা

অন্যদিকে, এই ঘটনায় সরাসরি জঙ্গি যোগ রয়েছে এমনটা দাবি করে বিবৃতি পেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান। তিনি বলেন, অত্যন্ত কাপুরুষোচিত আক্রমণ এটি। পাশাপাশি তাঁর আরও দাবি, এ ধরনের হামলা চালিয়ে পাকিস্তান এবং প্রতিবেশীদের মধ্যে যে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে, তা থেকে নজর ঘোরানো যাবে না। যদিও পাক সরকারের জনশক্তি উন্নয়ন মন্ত্রকের দাবি দুর্ঘটনার কবলেই পড়েছিল বাসটি।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version