জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে গোলাপ ফুল ও লাডডু দিয়ে সমবেদনা!

রাজ্যে জ্বালানির দাম সেঞ্চুরি পার করেছে । এর প্রতিবাদে কয়েক দিন ধরেই পথে নেমেছে রাজ্যের শাসকদল। মঙ্গলবার
বিকেলে রানাঘাট পুরসভার ২০নং ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের ডাকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অভিনবত্ব ছিল রাস্তায় পথচলতি মোটরবাইক ও চার চাকার চালক ও শওয়ারিদের গোলাপ ফুল ও লাডডু দিয়ে সমবেদনা জ্ঞাপন।