Sunday, November 9, 2025

বাংলা তো বটেই, দিল্লি সহ এবার বেশ কিছু রাজ্যে পালিত হবে ২১শে জুলাই

Date:

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা ঘোষণা করেছিলেন ২১ জুলাই(21 July) পালিত হবে বিজয় উৎসব। তবে করোনা পরিস্থিতি বাদ সেধেছে। এই অবস্থায় ভার্চুয়ালি শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। তবে শুধু বাংলা নয়, ভার্চুয়ালি হলেও এবার বড় পরিসরে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই লক্ষ্যে রাজধানী দিল্লির পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্যে পালিত হবে এই উৎসব।

এবার ২৭ বছরে পা দিয়েছে তৃণমূলের ২১ জুলাই। জানা যাচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার এই অনুষ্ঠান পালন করা হবে জাতীয় স্তরে। তৃণমূল সূত্রের খবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূল পার্টি অফিসের বাইরে এই অনুষ্ঠান পালন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বিশাল জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে সেখানে। আশেপাশে আরও বেশ কয়েকটি রাজ্যে এই অনুষ্ঠান পালন করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিধিনিষেধ না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়ে সব রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

উল্লেখ্য, বাংলা দখলের পর তৃণমূলের পাখির চোখ এখন দিল্লির মসনদ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের। অনুমান করা হচ্ছে, এবারের একুশে জুলাই-এর মঞ্চ একদিকে যেমন তৃণমূলের বিজয় দিবস হিসেবে পালিত হতে চলেছে, তেমনি অন্যদিকে মোদি সরকার উৎখাতের ডাক এই মঞ্চ থেকেই দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version