Tuesday, November 11, 2025

বাংলা তো বটেই, দিল্লি সহ এবার বেশ কিছু রাজ্যে পালিত হবে ২১শে জুলাই

Date:

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা ঘোষণা করেছিলেন ২১ জুলাই(21 July) পালিত হবে বিজয় উৎসব। তবে করোনা পরিস্থিতি বাদ সেধেছে। এই অবস্থায় ভার্চুয়ালি শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। তবে শুধু বাংলা নয়, ভার্চুয়ালি হলেও এবার বড় পরিসরে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই লক্ষ্যে রাজধানী দিল্লির পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্যে পালিত হবে এই উৎসব।

এবার ২৭ বছরে পা দিয়েছে তৃণমূলের ২১ জুলাই। জানা যাচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার এই অনুষ্ঠান পালন করা হবে জাতীয় স্তরে। তৃণমূল সূত্রের খবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূল পার্টি অফিসের বাইরে এই অনুষ্ঠান পালন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বিশাল জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে সেখানে। আশেপাশে আরও বেশ কয়েকটি রাজ্যে এই অনুষ্ঠান পালন করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিধিনিষেধ না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়ে সব রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

উল্লেখ্য, বাংলা দখলের পর তৃণমূলের পাখির চোখ এখন দিল্লির মসনদ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের। অনুমান করা হচ্ছে, এবারের একুশে জুলাই-এর মঞ্চ একদিকে যেমন তৃণমূলের বিজয় দিবস হিসেবে পালিত হতে চলেছে, তেমনি অন্যদিকে মোদি সরকার উৎখাতের ডাক এই মঞ্চ থেকেই দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version