Wednesday, August 20, 2025

লোকসভা নির্বাচনে দেশজুড়ে দলের শোচনীয় ফলাফলের পর কার্যকরী সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করতে অনীহা দেখিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি (AICC President) কে হবেন? এবার কি গান্ধী পরিবারের বাইরে কেউ দায়িত্ব পেতে চলেছেন? কংগ্রেসকে নিয়ে এমনই জোর জল্পনা চলছে বেশ কয়েক মাস ধরে। সর্বভারতীয় রাজনৈতিক মহলের আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, কমলনাথকে (Kamalnath) সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব দেওয়া হতে পারে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার, সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কমলনাথ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন।

প্রসঙ্গত, সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে সভাপতি পদ নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। বিভিন্ন মহল থেকে কমলনাথের নাম জোরালো ভাবে উঠে আসলেও সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে “ধীরে চলো নীতি” নিয়ে সাবধানে পদক্ষেপ নিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। তাই সভাপতি পদ নিয়ে একাধিকবার মিটিং হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছর থেকে তিনবার স্থগিত রাখা হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচন। গত ২৩ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। নির্বাচন প্রক্রিয়া না-হওয়া পর্যন্ত দলে অস্থায়ী সর্বভারতীয় সভাপতি পদে বহাল থাকবেন সোনিয়া গান্ধী।

আরও পড়ুন:বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ১০০ কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version