ভারতীয় দলে ( india team) করোনার( corona) থাবা। করোনায় আক্রান্ত হলেন ইন্ডিয়া টিমের দুই ক্রিকেটার। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের দুই ক্রিকেটার। তারা দুই জনেই ইংল্যান্ড সফরে রয়েছেন। একজন ক্রিকেটারকে রাখা হয়েছে তাঁর আত্মীয়ের বাড়ি।

জানা গিয়েছে, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপরই তাঁর কোভিড পরীক্ষা করান হয়। সেই রিপোর্ট পজিটিভও আসে তাঁর। ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা বাকি কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।

এদিকে সূত্রের খবর এক ক্রিকেটার সুস্থ হয়ে উঠলেও, আরেক ক্রিকেটার এখনও অসুস্থ। তাঁর করোনার পরীক্ষা করা হবে রবিবার। তবে বাকি ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে। বাকি সকলেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

