Saturday, August 23, 2025

‘রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছি না’, সব জল্পনা ফুৎকারে ওড়ালেন পাওয়ার

Date:

এনসিপি প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar) ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। জল্পনা চলছিল আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে(parliamentary election) ইউপিএ প্রধান(UPA chairperson) করা হতে পারে তাঁকে। তবে সে রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন রামনাথ কোবিন্দের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি(president) হতে পারেন তিনি। লাগাতার এমন গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন খোদ শরদ পাওয়ার। স্পষ্ট জানালেন, রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেনই না তিনি। তিনি বলেন, ‘এটা পুরো ভুল খবর যে আমি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হব। আমি জানি এর ফল কী হতে চলেছে। যেই দলের কাছে ৩০০ জনের বেশি সাংসদ, তারাই জিতবে। নিশ্চিত ভাবে আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছি না।’

সম্প্রতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে প্রশান্ত কিশোরের সাক্ষাতের পর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছড়ায় শরদ পাওয়ারকে এবার রাষ্ট্রপতি করা হতে পারে। রাহুলের সঙ্গে বৈঠকের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন পিকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয় দেশের বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করছেন প্রশান্ত কিশোর। এবং শরদ পাওয়ারকে হয়তো ইউপিএ চেয়ারপার্সন করা হতে পারে। তবে দিনের পর দিন বাড়তে থাকা সেই জল্পনা একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন খোদ শরদ পাওয়ার।

আরও পড়ুন:ভুয়ো CBI শুভদীপের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি, ছেলের থেকে মুখ ফেরালেন বাবা-মা

শুধু তাই নয় প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, “আমার সঙ্গে প্রশান্ত কিশোরের দুবার বৈঠক হয়েছে। এই বৈঠকে ২০২৪ সালে কোনওরকম অগ্রণী ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি। না ২০২৪, না রাষ্ট্রপতি নির্বাচন, কোন বিষয় নিয়েই তার সঙ্গে আমার আলোচনা হয়নি। তবে প্রশান্ত কিশোর আমাকে জানিয়েছিলেন তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়েছেন।”

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version