Saturday, August 23, 2025

‘আজ শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা পরে হবে’, কল্যাণকে ‘পরামর্শ’ বিচারপতির

Date:

“আজ আপনি শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা আজ দেখানোর দরকার নেই।”

নারদ-মামলার শুনানিতে বৃহস্পতিবার আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই ‘পরামর্শ’ দেন বিচারপতি আই পি মুখোপাধ্যায়৷ আর এ কথা শুনেই হেসে ফেলেন বৃহত্তর বেঞ্চের বাকি বিচারপতিরা৷

এদিন শুনানির শুরুতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভার অধিবেশন শুরু হতে চলেছে। আমার সওয়াল তার আগে শোনার জন্য আবেদন জানাচ্ছি”।
◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আপনি কার হয়ে সওয়াল করবেন?

◾কল্যাণ – আমি নিজের হয়েই সওয়াল করবো।এই মামলায় আমি ৮ নম্বর সংযুক্ত পার্টি৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আপনার কতক্ষণ লাগবে?

◾কল্যাণ – ৪ ঘণ্টা

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ৪ ঘণ্টা!

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – প্রধান বিচারপতির কিছু ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা আছে। ফলে উনি কিছুদিন ব্যস্ত থাকবেন। তাই দীর্ঘ সওয়াল শুনতে পারবেন না৷ আপনি সংক্ষেপে বলুন।
আর এরপরই বিচারপতি আই পি মুখোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “আজ বরং আপনি শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা আজ দেখানোর দরকার নেই।” উত্তরে কল্যাণ বলেন, “এপিসোডের আগে ট্রেলার তো দেখানো হয়ই”৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়ালে বলেন,
“CBI এখনও আমার হলফনামার উত্তর জমা দেয়নি। তার জন্য CBI-কে জরিমানা করা হোক। ফের হেসে ফেলেন বিচারপতিরা৷ বিচারপতি আই পি মুখোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘আজকের মত আপনার ট্রেলার শেষ করুন’৷ তবে CBI-কে কল্যাণের হলফনামার জবাব দিতেও এদিন নির্দেশ দিয়েছে আদালত৷

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version