Wednesday, August 27, 2025

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি

Date:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (line of actual control) মাত্র কয়েক কিলোমিটার দূরে। আর সেখানেই পরপর পাকাপোক্ত সেনাছাউনি (concrete army camp) বানিয়ে ফেলেছে চিন। ভারত-চিন সীমান্তে (Indo China border) নজরদারি বাড়াতে এবং নিয়ন্ত্রণরেখায় (line of control) নতুন করে অশান্তি সৃষ্টি করতে এই পদক্ষেপ বলে মনে করছে দিল্লি। অতি সম্প্রতি দু’দেশের বিদেশমন্ত্রী (Central foreign minister s Jaishankar) মুখোমুখি হয়ে পারস্পরিক শান্তি স্থাপনের বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে চিনের এই পদক্ষেপ বেজায় চিন্তায় ফেলেছে দিল্লিকে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-চিন সীমান্তের কাছে নাকু লাতে এই ধরনের বেশ কয়েকটি কংক্রিটের ক্যাম্প তৈরি করেছে চিন। পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশেও এই ধরনের কংক্রিটের ক্যাম্প নজরে পড়েছে। শুধুমাত্র সেনাদের থাকার জন্য কংক্রিটের ঘরই নয়, পাকা রাস্তাও তৈরি করেছে বেজিং। আর এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজরদারি শুরু করেছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চির এই ছাউনি গুলিতে সেনাবাহিনী এনে জড়ো করছে। যাতে প্রয়োজন পড়লেই দ্রুত সীমান্তে পৌঁছে যাওয়া যায়।

সেই সঙ্গে এমন আশঙ্কাও করা হচ্ছে যে, এই ছাউনি গুলি থেকে অতর্কিতে হামলা চালাতে পারে চিন। এদিকে অতি সম্প্রতি তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই। বৈঠকের পর টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও চিন প্রতিশ্রুতি ভঙ্গ করায় বেজায় ক্ষুব্ধ দিল্লি।

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version