Monday, November 10, 2025

দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট সুদীপরা, দ্রুত ভোট চান মমতাও

Date:

Share post:

রাজ্যে সাতটি কেন্দ্রে উপনির্বাচন দ্রুত করার দাবি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠক সন্তোষজনক। সাড়ে চারটে থেকে প্রায় আধ ঘন্টারও বেশি সময় বৈঠক এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তৃণমূলের (Tmc) প্রতিনিধিরা।

রাজ্যে যখন অষ্টমদফা বিধানসভা নির্বাচন চলছিল তখন করোনা আক্রান্তের হার ছিল 33 শতাংশের বেশি। আর এখন সেটা দুই শতাংশের নীচে নেমে গিয়েছে। বৃহস্পতিবার, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সেই তথ্য তুলে দেন তৃণমূলের প্রতিনিধিরা। ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), সৌগত রায় (Sougata Ray), সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবেন বলেও জানান। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলেও জানানো হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে সাতটি কেন্দ্রে উপনির্বাচন ছ-মাসের মধ্যে করতে হবে। এখন কোভিড পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এই অবস্থায় দ্রুত নির্বাচন করার আবেদন জানিয়েছেন তাঁরা। অত্যন্ত গুরুত্ব দিয়ে তাঁদের আবেদন শুনেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা যথেষ্ট সদর্থক। সব দিক খতিয়ে দেখে শীঘ্রই কমিশন মতামত জানাবে বলে জানিয়েছে।

a

এদিকে, এর আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, রাজ্যে করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। “ভবানীপুরের অনেক ওয়ার্ডই এখন কোভিডমুক্ত।” মুখ্যমন্ত্রীর মতে, সাতটি আসনেই উপনির্বাচন করানো উচিত। দ্রুত নির্বাচন করিয়ে দিক কমিশন। এর আগে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যসভা ভোট করানো নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছিল। তখন সরকারের তরফে তাদের জানানো হয়, রাজ্যসভা তো বটেই, সাতটি বিধানসভার উপনির্বাচনও (By-election)করানো সম্ভব। এদিন একথা জানান মুখ্যমন্ত্রী। মমতার মতে, সংবিধান অনুযায়ী, ভোটের ফল প্রকাশের ছমাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে। ফলে তাঁরা অসাংবিধানিক কিছু চাইছেন না। তাঁর অভিযোগ, “বিজেপি জানে, ওরা প্রতিটায় হারবে। তাই ওরা ভোট চাইছে না।’’

 

বিধানসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যু হয়। ফল প্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সরকারে। ফল প্রকাশের পর বিজেপির নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদ ছাড়েন। এদিকে ভবানীপুর আসনটি ছেড়ে দেন জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাই সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

spot_img

Related articles

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...