শুভেন্দুরা না পেলেও ত্রিপল চুরি-কাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ অভিযুক্ত চঞ্চল নন্দীর

কাঁথির ত্রিপল চুরি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার করা যাবেনা৷

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এক অন্তর্বর্তী নির্দেশে এ কথা জানিয়েছেন৷ প্রসঙ্গত, এই মামলায় প্রধান দুই অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ৷ অধিকারী-ভাইয়েরা এখনও পর্যন্ত আদালতের কোনও রক্ষাকবচ না পেলেও এদিন তা পেয়েছেন অন্যতম অভিযুক্ত চঞ্চল নন্দী৷ এদিন বিচারপতি মান্থার এজলাসে চঞ্চল নন্দীর আগাম জামিনের আবেদনের শুনানি হয়৷ সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত অন্তর্বতী নির্দেশে জানিয়েছে, আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ তবে তদন্তে সহযোগিতা করতে হবে চঞ্চলকে৷

 

Previous articleইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে ২০ জুলাই প্রস্তুতি ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া
Next articleট্রলারডুবি : নিখোঁজ ১০ মৎস্যজীবীর মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হল