কেমন লাগবে যদি ইউরো কাপ (Euro Cup) চ্যাম্পিয়ন ইতালি (Italy) খেলতে নামে কোপা আমেরিকা (Copa Ameroca) চ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina) বিরুদ্ধে। তাও আবার কিংবদন্তি ফুটবলার মারাদোনাকে শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উয়েফা এবং কনমেবল কর্তারা নাকি একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছেন কিংবদন্তি ফুটবলার মারাদোনাকে শ্রদ্ধা জানাতে। যার নাম দেওয়া হবে মারাদোনা কাপ( maradona cup) নামে। এই ম্যাচটি আয়োজিত করার পরিকল্পনা চলছে নাপোলির দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে। ট্রফিতে থাকবে মারাদোনার ছবি। এই নিয়েই জল্পনা তুঙ্গে ফুটবল মহলে।

প্রসঙ্গত ফুটবলজীবনে এই দু’টো দেশের সঙ্গেই জড়িয়ে ছিলেন দিয়েগো মারাদোনা। আর্জেন্তিনার জার্সিতে খেলে ৮৬’র বিশ্বকাপ জিতিয়ে ছিলেন তিনি। আর ইতালির ক্লাব নাপোলিকে সেরি-আ চ্যাম্পিয়ন করেছিলেন একক দক্ষতায়।


আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ২০ জুলাই প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া
