দার্জিলিঙের টয় ট্রেন নিয়ে তথ্যচিত্র তৈরি করছে গুগল

দার্জিলিঙের (Darjeeling) টয় ট্রেন (toy train ) এবার দাপিয়ে বেড়াবে দুনিয়ার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন (biggest search engine of world Google) গুগলের স্ক্রিনেও! গুগলের সৌজন্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে দার্জিলিংm হিমালয়ান রেলের ওয়ার্ল্ড হেরিটেজ (world heritage) তকমা পাওয়া এই খেলনা ট্রেন। সব কিছু ঠিকঠাক চললে আগামী রবিবারই টয় ট্রেনের উপরে শুটিং শুরু করবে টিম গুগল। উত্তর পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলের(Darjeeling Himalayan railway) (ডিএইচআর) আওতায় রয়েছে টয় ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, বুধবার গুগলের তরফে শুটিংয়ের অনুমতিপত্র সংগ্রহ করা হয়। শীঘ্রই শুটিং শুরু করতে গুগলের টিম দার্জিলিঙে পৌঁছে গিয়েছে বলে রেল সূত্রের খবর।

রেলের পক্ষ থেকে কিছুদিন আগে টয় ট্রেনে শুটিং করার জন্য অনলাইনে অনুমতি দেওয়ার কথা ঘোষণা হয়। তার পরেই গুগলের তরফে আবেদন জমা পড়ে। সূত্র অনুযায়ী, গুগল তাদের বিজ্ঞাপনে সারা দুনিয়ায় ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়া সব কিছুকেই ধরতে চাইছে। সেই মতো ডিএইচআরের উপরেও শুটিং করতে আগ্রহী জানিয়ে গুগল আবেদন করে। গুগলের আবেদনে সুকনা থেকে কার্শিয়াং অবধি শুটিং করার কথা বলা হয়েছিল। কিন্তু, তিনধারিয়া এলাকায় সম্প্রতি ধস নামায় তা ভীষণ ঝুঁকিবহুল হয়ে গিয়েছে। তাই কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি গুগলকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। সেই প্রস্তাবে গুগল রাজি হয়।

Previous articleকেরলে ক্রমশই বাড়ছে জিকা ভাইরাসের সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩
Next articleইউরো এবং কোপা চ‍্যাম্পিয়নদের নিয়ে কী হবে মারাদোনা কাপ? জল্পনা তুঙ্গে