Monday, November 3, 2025

২১ জুলাই: সেজে উঠছে ত্রিপুরা, তৃণমূল নেত্রীর ভাষণ দেখতে লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার একুশে জুলাই শহীদ দিবস শুধুমাত্র কলকাতা বা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই কর্মসূচি জাতীয়স্তরেও ছড়িয়ে দেওয়া হবে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর জানিয়ে ছিলেন, দেশের কোনায় কোনায় তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। তবে শুধু ইউনিট খোলা বা কয়েকটি আসন জেতা নয়, ভিন রাজ্যে সরকার গঠনের জন্য লড়াই করবে তৃণমূল।

এদিকে একজন বিধায়ক না থাকলেও পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরাতে তৃণমূলের একটা প্রভাব রয়েছে। উত্তর-পূর্বের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা বাঙালি অধ্যুষিত হওয়ায় সেক্ষেত্রে তৃণমূলের সংগঠন দ্রুত বিস্তার লাভ করার ক্ষেত্রেও একটা সুবিধাজনক জায়গায় রয়েছে। তাই এবার ত্রিপুরাতেও খুব জোরকদমে পালিত হতে চলেছে একুশে জুলাই কর্মসূচি।

বর্তমানে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি আশিষলাল সিংহ। ত্রিপুরার রাজনীতিতে আশিষবাবুর উজ্জ্ব পরিচিতি রয়েছে। কংগ্রেস আমলে তাঁর বাবা শচীন্দ্রলাল সিংহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি জানিয়েছেন, রাজধানী আগরতলা-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জানিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তিতা সমানভাবে এবং তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য সভাপতি কলকাতায় এসেছেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একুশে জুলাই পালনের বিষয়ে বৈঠকও করেছেন তিনি। আরও জানা গিয়েছে, রাজধানী আগরতলার দুই জায়গায় জায়ান্ট স্ক্রিন টাঙানো হবে। এছাড়াও গোমতী জেলার উদয়পুর, উত্তরের জেলা ধর্মনগরে জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা শোনানো হবে। যা নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ও উন্মাদনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারীর জন্য গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল মাধ্যমে একুশে জুলাইয়ে ভাষণ রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, পাঞ্জাব, উত্তর প্রদেশ, অসম-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে নেত্রীর ভাষণ দেখানোর ব্যবস্থা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...