Sunday, August 24, 2025

মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা-মার।সেই দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার চালু করেছে ‘রূপশ্রী’ প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে পাত্রীর হাতে পৌঁছচ্ছে সরকারি অর্থ সাহায্য।কপালে চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমেছে কন্যাদায়গ্রস্ত পিতার।

সবচেয়ে বড় কথা, করোনার সময়ও থেমে থাকেনি সাহায্য প্রদান। মেয়েদের সামাজিক সুরক্ষা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রূপশ্রী’ প্রকল্প জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। অর্জন করেছে সুনাম। প্রশংসা পেয়েছে বিশ্ব দরবারে।

নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের তথ্য পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ১২ হাজার পাত্রীর কাছে পৌঁছেছে সরকারি সাহায্য। গতবছর আবেদন জমা পড়েছিল ৩ লক্ষ ৩৬ হাজার। তাতে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিন পরিদর্শনের পর সামান্য কিছু আবেদনপত্র বাতিল হয়। বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ছাড় দেওয়া হয়েছে। তাতে বিয়ের অনুষ্ঠান যেমন সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে হয়েছে, তেমনই ‘রূপশ্রী’ প্রকল্পের সৌজন্যে পাত্রীর হাতে পৌঁছচ্ছে অর্থ সাহায্য। যেসব মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, তাঁরা ভেবেছিলেন ভোটের কারণে সমস্যায় পড়তে হবে। কিন্তু বিয়ের পিঁড়িতে পা রাখতে চলা পাত্রীদের বিশেষ সহানুভূতির দৃষ্টিতে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যেও ‘রূপশ্রী’ প্রকল্পের কাজ আটকায়নি। ভোটের সময়েও এই প্রকল্পের কাজ অব্যাহত রাখার কথা আমরা কমিশনকে লিখেছিলাম। তাতে ছাড়পত্র মিলেছিল। দফতরের দেওয়া পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই ৮০ হাজার মেয়ের কাছে পৌঁছেছে সরকারি সাহায্য। অর্থাৎ মাত্র ১৫ মাসে মোট প্রায় ৪ লক্ষ পাত্রীকে রূপশ্রীর অর্থ সাহায্য দিল মমতার সরকার।

গত মে মাসে ‘রূপশ্রী’ প্রকল্পের আবেদন খতিয়ে দেখে ৩৫,৮২২টি নথিভুক্ত হয়। তার মধ্যে মঞ্জুর হয়েছে ১৫,৪১০টি। বাতিল হয়েছে মাত্র ৪২৭টি আবেদন।
বাকি আবেদনকারীর আর্থিক সাহায্য পৌঁছচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাশাপাশি জুন মাসে নথিভুক্ত হয়েছে ৫০,৬৩৬টি আবেদন। মে মাসের কিছু আবেদনপত্র নিয়ে জুনে মঞ্জুর হয়েছে ৬৩,০১৯ জনের আবেদন।

মন্ত্রী বলেছেন, সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, এই পরিসংখ্যানই তার প্রমাণ। আবেদনপত্র পেলে আমরা তা খতিয়ে দেখি। আর্থিক সাহায্য সেই অনুযায়ী দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম হলে ‘রূপশ্রী’ প্রকল্পের মাধ্যমে প্রাপ্তবয়স্ক কন্যা পাচ্ছেন এককালীন ২৫ হাজার টাকা।

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version