কাঁথি সমবায় ব্যাংকের স্পেশাল অডিটে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট৷ রাজ্য সরকার ওই সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টসের পূর্ণাঙ্গ স্পেশাল অডিট করার সিদ্ধান্ত নেওয়ার পরই ব্যাঙ্কের তরফে মামলা হয় হাইকোর্টে৷ হলফনামায় বলা হয়,

RBI-এর গাইড লাইনে বলা আছে, এভাবে স্পেশাল অডিট করানো যায় না। বিচারপতি শম্পা সরকার এই আর্জির ভিত্তিতেই এদিন স্পেশাল অডিটে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন৷ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে৷ একইসঙ্গে রাজ্য সরকারকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷
