অলিম্পিক্স নিয়ে দেশেই ক্ষোভের মুখে জাপান সরকার

টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics ) শুরু হতে আর মাত্র কটা দিন, তার আগে জাপানে( japan) ক্ষোভ ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের মধ‍্যে অলিম্পিক্সকে ঘিরে। করোনার( corona) কারণে জাপানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এর মধ‍্যে কেন অলিম্পিক্স কেন আয়োজন করা হচ্ছে তাই প্রশ্ন তুলছে জাপানের সাধারণ মানুষ। শুধু তাই নয় প্রশ্ন তুলে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখের বিরুদ্ধে দেশ ছাড়ার স্লোগান উঠল এদিন জাপানে।

বাখের বিরুদ্ধে গণ প্রতিবাদ করার জন্য হিরোশিমার শান্তি স্মৃতি সৌধের জায়গাকে বেছে নিয়েছিল সাধারণ মানুষ। এদিন তারা স্লোগান তোলেন, ‘বাখ তুমি দেশে ফিরে যাও’ ‘আপনাকে স্বাগত জানাতে পারলাম না’ ‘অলিম্পিক্স বাতিল করুন’। এমন স্লোগান দিয়ে বাখের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন:ইংলিশ ক্লাব ফ্লিটউড টাউনে সই করলেন লাল-হলুদে খেলে যাওয়া অ্যান্থনি পিলকিংটন

 

Previous articleজয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য কন্ট্রোলরুম খুলল রাজ্য
Next articleকরোনা বিধি ভেঙে দেদার পার্টি- হুল্লোড়, কাঠগড়ায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল