Tuesday, November 4, 2025

রাষ্ট্রদ্রোহ আইনে ৫ কৃষক নেতা গ্রেফতার, প্রতিবাদে চাষিদের বিক্ষোভে উত্তাল হরিয়ানা

Date:

রাষ্ট্রদ্রোহ আইনে হরিয়ানার (Haryana government) বিজেপি সরকার সম্প্রতি ৫ কৃষক নেতাকে ( farmer leader) গ্রেফতার করেছে। পাঁচ কৃষকের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার হরিয়ানার সিরসায় তুমুল বিক্ষোভ দেখালেন কৃষকরা। ধৃতদের নিঃশর্তে ও অবিলম্বে মুক্তির দাবিতে সিরসায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কৃষকরা(farmer protest)। ওই এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও শনিবার বিকেলের দিকে চাষিদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন কৃষকরা। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপারের অফিসও ঘেরাও করা হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা। হরিয়ানার চাষিদের এই বিক্ষোভ কর্মসূচিতে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতও যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন গত রবিবার বিজেপি নেতা তথা ডেপুটি স্পিকার রণবীর গঙ্গোয়ার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে । সরকারপক্ষের অভিযোগের তির ছিল কৃষকদের দিকে। বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনে হরিয়ানা সরকার। কৃষকদের বিরুদ্ধে অন্যায় ভাবে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হওয়ায় সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। তার পর বৃহস্পতিবারই দুই কৃষক নেতা-সহ ১০০ জন কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে হরিয়ানার বিজেপি সরকার।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version