Tuesday, November 4, 2025

জ্বালানির দামে ছ্যাঁকা, ১৭ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোলের

Date:

বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিই সার। রুটিনমত বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। শনিবার ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১০২ টাকা ৮ পয়সা দাঁড়াল। পাশাপাশি বাড়ল ডিজেলেরও দাম। চলতি মাসের ১৭ দিনের মধ্যে ১০ বার লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বভাবতই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামেও আগুন। লিটার প্রতি ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ২ পয়সা হয়েছে। শুধুই কলকাতা নয়। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রোলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রোল মিলছে ৯৭.৯৩ টাকায়। টানা দু’বছর করোনা আবহে কর্মহারা বেশীরভাগ মানুষ। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এই মুহূর্তে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরধীরা। কিন্তু তাতেও আমল দিচ্ছে না মোদি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এইনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেও তার কোনও জবাব মেলেনি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version