Sunday, August 24, 2025

TMCP-এর অভিনব উদ্যোগ, এবার মোবাইল কলার টিউনে “বাংলার যুবরাজ অভিষেক”!

Date:

একুশের নির্বাচনে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাঁর ওপর ভরসা রেখেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়(Mamata Banerjee)। বিরোধীদের আক্রমণ সামলে তৃণমূল কংগ্রেসকে হ্যাট্রিক করিয়েছেন তিনি। এবার সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের বড় দায়িত্ব পালন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে আগেই গান বেঁধেছিল দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটি। এবার সেই গান পৌঁছে যেতে চলেছে দেশবাসীর কাছে। ইতিমধ্যেই ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটিকে কলার টিউনও বানানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। যে কোনও নেটওয়ার্ক ইউজাররাই কলার টিউন হিসেবে পেতে পারেন গানটি।

গানটিতে অভিষেককে ‘বাংলার যুবরাজ’ বলে তুলে ধরা হয়েছে। গানের প্রতিটি লাইনে তুলে ধরা হয়েছে তাঁর লড়াইকে। তাই লেখা হয়েছে, ‘‌গরীবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।’‌ এমনকী ‘সবুজ সেনাপতি’ বলেও সম্মান জানানো হয়েছে অভিষেককে। ৪ মিনিট ১০ সেকেন্ডের এই গানের ভিডিও অ্যালবামে দেখানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি। উল্লেখ হয়েছে বিভিন্ন সময়ে কখনও ঘূর্ণিঝড় ইয়াসের পরে, কখনও আবার বজ্রপাতের ঘটনার জেরে মৃত্যু হওয়া মানুষদের বাড়ি যাওয়ার ভিডিও।

একুশের নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গান। নির্বাচনের স্লোগান হয়ে দাঁড়ায় ‘খেলা হবে’। এবার নতুন গানে অভিষেকের লড়াইকে তুলে ধরল তৃণমূল ছাত্র পরিষদ। গানটি গেয়েছেন কেশব দে। সুরও দিয়েছিলেন তিনি। আর গানের কথা লিখেছেন বাদল পাল। কলার টিউন হিসেবে গানটি পেতে ৫৩৭১২৫৪৫৩১৫ -এই কোডটি ব্যবহার করতে হবে। এছাড়া Jio Saavan App এবং Airtel WYNK Music অ্যাপ থেকেও কলার টিউন বানানো যেতে পারে গানটিকে।

আরও পড়ুন- কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি! বিস্ফোরক টুইট ব্রাত্য বসুর

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version