অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে

সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Department)। সেইমতো শনিবার দুপুরের পরেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ কালো করে বৃষ্টি (Rain) নামল। কয়েকদিনের হাঁসফাঁস গরম থেকে স্বস্তি মিলল নগরবাসীর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ (Low Pressure)। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ ওড়িশা ও বিহারে বৃষ্টি (Rain) বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস।