Wednesday, November 5, 2025

জ্বালানির দামে ছ্যাঁকা, ১৭ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোলের

Date:

বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিই সার। রুটিনমত বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। শনিবার ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১০২ টাকা ৮ পয়সা দাঁড়াল। পাশাপাশি বাড়ল ডিজেলেরও দাম। চলতি মাসের ১৭ দিনের মধ্যে ১০ বার লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বভাবতই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামেও আগুন। লিটার প্রতি ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ২ পয়সা হয়েছে। শুধুই কলকাতা নয়। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রোলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রোল মিলছে ৯৭.৯৩ টাকায়। টানা দু’বছর করোনা আবহে কর্মহারা বেশীরভাগ মানুষ। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এই মুহূর্তে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরধীরা। কিন্তু তাতেও আমল দিচ্ছে না মোদি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এইনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেও তার কোনও জবাব মেলেনি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version