Monday, November 17, 2025

RSS-এ চলে যান, দলে আপনাদের প্রয়োজন নেই: বিদ্রোহীদের স্পষ্ট বার্তা রাহুলের

Date:

সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতীয় জনতা পার্টির(BJP) বিরুদ্ধে লড়াই করতে যারা ভয় পান তারা দল ছাড়তে পারেন। দলের বাইরে এমন অনেক নেতা রয়েছেন যারা সাহসী। তাদের দলে আনতে হবে। শুক্রবার এমনই বার্তা দিলেন সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। দলের আইটি সেলের কর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya sindhiya) উদাহরণ টেনে আনেন রাহুল। জানান, বিজেপির ভয়ে ভীত হয়ে কংগ্রেসের(Congress) বাইরে চলে গিয়েছেন জ্যোতিরাদিত্য।

রাহুল গান্ধী বলেন, “এমন অনেক লোক রয়েছে যারা সাহসী কিন্তু কংগ্রেসের বাইরে রয়েছে। এই সমস্ত লোককে দলে ফিরিয়ে আনতে হবে। এবং যারা আমাদের দলে রয়েছেন অথচ ভীতসন্ত্রস্ত তাদের দলের বাইরে করতে হবে।” তিনি আরো বলেন, “এইসব ভীতু লোকেরা আরএসএস-এর লোক। তাদের দলের বাইরে পাঠান এবং আনন্দ নিতে দিন। দলে তাদের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার নির্ভীক মানুষের। এটাই আমাদের বিচারধারা। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই।” এরপরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি ভয় পেয়েছিলেন, নিজের ঘর বাঁচাতে চেয়েছিলেন। তাই আরএসএস- এ চলে গেছেন।”

আরও পড়ুন:‘ভাগ মুকুল ভাগ’এর প্রবক্তা সিদ্ধার্থনাথ ফের কলকাতায়, শুভেন্দুর সঙ্গে আলিঙ্গন

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। যে তালিকায় সিন্ধিয়া জিতিন প্রসাদের মত পুরনো নেতারাও রয়েছেন। এহেন পরিস্থিতিতে রাহুল গান্ধীর এমন বার্তা রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই প্রথমবার দলের আইটি সেলের সঙ্গে ৩,৫০০ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাহুল।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version