Friday, August 22, 2025

এবারের অধিবেশনে মহিলা বিল নিয়ে সরব হতে চলেছে তৃণমূল

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ঝুলিয়ে না রেখে সংসদে দ্রুত মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবিতে এবারের অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথমদিন থেকেই বিষয়টি নিয়ে দল সক্রিয় হবে বলে সূত্রের খবর। ফের টালবাহানা না করে এবার যাতে এই বিল সংসদে পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে কিছু মহিলা সাংসদকে মন্ত্রী করা হলেও তা প্রত্যাশার চেয়ে অনেক কম। তৃণমূলে মহিলা প্রতিনিধিত্ব লোকসভায় ৪১ শতাংশ ও রাজ্যসভায় ৩৬ শতাংশ। অথচ বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করা বিজেপিতে মহিলা প্রতিনিধি
লোকসভায় ১৪ ও রাজ্যসভায় মাত্র ১১ শতাংশ। এই পরিস্থিতিতেই এবারের বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে সোচ্চার তৃণমূল। দলের বার্তা, শুধু মন্ত্রিসভায় কয়েকজন মহিলা মুখকে তুলে আনলেই মহিলাদের ন্যায্য অধিকার, প্রতিনিধিত্ব বা সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় না , সেজন্য সঠিক পদ্ধতিতে আগে আইনসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাশ করানো জরুরি।
প্রসঙ্গত, ২০০৮ সালে এই বিলটি লোকসভায় উত্থাপিত হয়। এরপর সেটি যায় স্ট্যান্ডিং কমিটিতে। ২০১০ সালে রাজ্যসভায় পাশ হলেও আটকে যায় লোকসভায়। এরপর দীর্ঘদিন ধরে বিল নিয়ে ঐকমত্য না হওয়া এবং কোনও কোনও দলের কট্টর বিরোধিতায় এই বিল শেষ পর্যন্ত পাশ করানো যায়নি। মুখে মহিলাদের অধিকার রক্ষার কথা বলেও বিজেপি সহ বহু দলই এই বিল পাশ করানোর বিষয়ে আন্তরিক নয়। সময়ের দাবি মেনে এই বাদল অধিবেশনেই যাতে মহিলা বিল পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিতে চলেছে তৃণমূল। এছাড়া পেট্রোপণ্যের দামবৃদ্ধি, কৃষি আইনের প্রতিবাদের মত একাধিক ইস্যুতে সোচ্চার হবে পশ্চিমবঙ্গের শাসক দল।

spot_img

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...