Sunday, November 16, 2025

২১শে : মোদি-শাহর ‘আপন রাজ্য’ গুজরাতের জেলায় জেলায় মানুষ শুনবেন ‘দিদি’র ভাষণ

Date:

দিদির রাজ্যে এসে লড়াই ছুড়ে দিয়েছিলেন মোদি (narendra modi) । নিট ফল সকলেরই জানা। এবার মোদির রাজ্যে দিদির সদর্প পদার্পণ। উপলক্ষ্য ২১ জুলাই (21st july, sahid divas)। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) এবং তৃণমূল কংগ্রেস গুজরাত প্রদেশ (tmc gujrat pradesh)। বিরোধী রাজনৈতিক মহলের কৌতূহল এখন সেই দিকেই। বলছেন, ২৪-এর বদলের লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

২১ জুলাইয়ের শহিদ দিবস। শুধু বাংলা নয়, কোভিড আক্রান্ত দেশের অধিকাংশ রাজ্য শুনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বক্তব্য। এলইডি স্ক্রিনে ছড়িয়ে পড়বে নেত্রীর কথা, নিশ্চিতভাবে ভাষণে ভয়ঙ্করভাবে আক্রান্ত হবে নরেন্দ্র মোদির বিজেপি (bjp)। কিন্তু আকর্ষণীয় বিষয় অবশ্যই মোদি-শাহের গুজরাতে তৃণমূল কংগ্রসের ২১শে জুলাই পালন। ভার্চুয়াল এই সভায় মোদি-শাহর ‘আপন রাজ্যে’র ৩৩টি জেলার মধ্যে ৩২টি জেলা জুড়ে থাকছে এলইডি স্ক্রিন। পোস্টারে-পোস্টারে ছয়লাপ গান্ধীনগর (Gandhinagar) থেকে কচ্ছ (kachh)। পোস্টার হয়েছে গুজরাতি ভাষায়। আকর্ষণীয় বিষয় হলো পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে থাকছে ‘দিদি’ (didi) শব্দটি। রাজ্যে বিধানসভা প্রচারে এসে মোদি-শাহ (narendra modi-amit shah) জুটি বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন নানা সুরে ‘দিদি’ শব্দ প্রয়োগ করে বক্তৃতা করেছিলেন। এবার সেই শ্লেষ, কটাক্ষ আর ব্যঙ্গ ফিরিয়ে দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের চেয়ারপার্সন ‘দিদি মমতা বন্দ্যোপাধ্যায়’ ২১শে দুপুর দুটোয় প্রধান বক্তা, পোস্টার সেই কথাই তুলে ধরছে। আর নেত্রীর বক্তব্য যে ধারাল ছুরির মতো সেদিন মোদি-শাহর আপন রাজ্যের বিজেপি ব্রিগেডকে বিদ্ধ করবে, তা বলার অপেক্ষা রাখে না।

২১ জুলাইয়ে শত্রুঘ্ন সিনহার তৃনমূল কংগ্রেসে যোগদান বা দলে নানা রদবদল, যে সাসপেন্সই থাক না কেন, সেসব আপাতত গৌন হয়ে গিয়েছে। মোদির রাজ্যে দিদির ‘হানা’ই আপাতত দেশের মিডিয়ার চর্চার বিষয়। আর সেদিকে তাকিয়ে রয়েছে দেশের বিরোধী দলের নেতৃত্ব।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version