বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী ৬২ বছরের প্রৌঢ়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত প্রৌঢ়ার নাম বিনিতা মুখোপাধ্যায়। তিনি দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের রাসা রোডের বাসিন্দা ছিলেন। বাড়িতে একাই থাকতেন। জানা গিয়েছে, তাঁর ছেলে এবং পুত্রবধূ লখনউয়ে থাকেন।

রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিনিতা মুখোপাধ্যায়। এরপর গল্ফগ্রিন থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। ইতিমধ্যেই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি: সাইকেল চালিয়ে সোমবার সংসদে যাবেন তৃণমূল সাংসদরা

প্রতিবেশীরা বলেছেন, ছেলে ও পুত্রবধূ এখানে থাকতে না। বাড়িতে একাই থাকতেন বিনিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে ছেলে ও পুত্রবধূকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রৌঢ়া মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


