শুক্রবার থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় বাইপাসের ধারে এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande)। রবিবার, সকালে বাবার শারীরিক পরিস্থিতির কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন কন্যা শ্রেয়া পান্ডে (Shreya Pande)। একই সঙ্গে তাঁর অভিযোগ, বর্ষীয়ান এই রাজনীতিবিকে নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে। সাধন-কন্যার আবেদন ভিত্তিহীন প্রচার থেকে সকলে যেন বিরত থাকেন।
শনিবার রাতেই মন্ত্রীকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। নেটমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। রবিবার সকালে বিবৃতি প্রকাশ করে মানিকতলার বিধায়কের কন্যা বলেন, “কিছু জায়গায় আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ও ভুল খবর ছড়িয়েছে। দয়া করে এ জাতীয় গুজব থেকে বিরত থাকুন”। নিজের ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে থেকেও একটি ভিডিও প্রকাশ করে শ্রেয়া জানান, তিনি ও তাঁর মা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে যেন কোনও গুজব ছড়ানো না হয়। শ্রেয়ার আবেদন, এই সময়ে তাঁর বাবার সুস্থতা কামনা করে সবাই যেন প্রার্থনা করেন।
শুক্রবার, প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ শ্বাসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে। হৃদস্পন্দন অনিয়মিত। নিউমোনিয়া ধরা পড়েছে। মস্তিষ্কেও অত্যন্ত প্রভাব পড়েছে। সোমবারের আগে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্তে আসতে পারছে না।
আরও পড়ুন:জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু! গ্রেফতার বন্ধু