শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ৭ উইকেটে জয় ভারতের, ম‍্যাচের সেরা পৃথ্বী শাহ

শ্রীলঙ্কার ( srilanka)বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জিতল ভারতীয় দল( india team)। এদিন শিখর ধাওয়ানের( shikhar dhawan) নেতৃত্বে লঙ্কানদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। ম‍্যাচের সেরা পৃথ্বী শাহ( prithvi shah)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক সনাকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেই শ্রীলঙ্কার ওপেনিং জুটি। ৩৩ রান করেন অবিষ্কা। ২৭ রান করেন এম ভানুকা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন সনাকা। ৩৯ রান করেন তিনি। ৩৮ রান করেন অসালাঙ্কা। ভারতের দুরন্ত বোলিং করেন কুলচা জুটি। ২ টি করে উইকেট নেন দিপক চাহার, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন পান্ডিয়া ব্রার্দাস।

জবাবে ব‍্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত শুরু করেন ওপেনার জুটি পৃথ্বী শাহ এবং শিখর ধাওয়ান। ৪৩ রান করেন শাহ। ৮৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ধাওয়ান। এদিন একদিনের ক্রিকেটে ৬০০০ রানের গণ্ডিও পার করেন তিনি। এদিকে অভিষেক ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং ইশান কিষাণের। ৫৯ রান করেন তিনি। ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৬ রান করেন মণিশ পান্ডে। ১৩ ওভার ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট নেন সান্দাকান।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ধাওয়ান, অভিষেক ম‍্যাচে অর্ধশতরান করলেন ইশান কিষাণ