Saturday, January 10, 2026

কংগ্রেসের সংসদীয় দলে বড় রদবদল, কমিটিতে জায়গা পেলেন বিদ্রোহীরাও

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন(monsoon session)। এই অধিবেশনে সরকারকে একাধিক ইস্যুতে চাপে ফেলতে ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব সেরে ফেলেছে জাতীয় কংগ্রেস(Congress)। বাদল অধিবেশনের শাসক দলকে চাপে ফেলতে অধীর চৌধুরীকে(Adhir Ranjan Chaudhary) দলনেতা হিসেবে রেখেই তৈরি করা হল কমিটি। যেখানে গান্ধী পরিবারের ঘনিষ্ঠদের পাশাপাশি জায়গা পেলেন বিদ্রোহীরাও। কংগ্রেসের সংসদীয় কমিটিতে সামনের সারিতে আনা হয়েছে বর্ষীয়ান নেতাদের। এই তালিকায় রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, মণীশ তিওয়ারি, অম্বিকা সোনিরা।

কংগ্রেসের প্রকাশিত তালিকা অনুযায়ী, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর ডেপুটি হিসেবে থাকছেন অসমের সাংসদ গৌরব গগৈ। কংগ্রেসের চিফ হুইপ করা হয়েছে কে সুরেশকে। পাশাপাশি হুইপ থাকছেন রবণীত সিং বিট্টু এবং মণিকম ঠাকুর। অন্যদিকে রাজ্যসভার দলনেতা হিসেবে থাকছেন মল্লিকার্জুন খাড়গে। এবং ডেপুটি হিসেবে থাকছেন আনন্দ শর্মা। রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ হিসেবে রাখা  হয়েছে জয়রাম রমেশকে। ছাড়াও লোকসভায় কংগ্রেসের চিফ হুইপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের যে তালিকা তৈরি করা হয়েছে তারা হলেন, মণীশ তিওয়ারি ও শশী থারুর। পাশাপাশি রাজ্য সভাতে, অম্বিকা সোনি, পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং এবং কেসি বেণুগোপাল।

আরও পড়ুন:যোগীরাজ্যে নেশায় বুঁদ হয়ে ঘুম সহকারি স্টেশন মাস্টারের, বন্ধ দিল্লি-হাওড়া রুটের ট্রেন

তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তৈরি করা এই কমিটিতে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই কমিটিগুলিতে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতারাও যেমন আছেন, তেমন দলের অন্দরের বিদ্রোহী শিবিরের বেশ কয়েকজন নেতাও আছেন। সোনিয়ার নির্দেশ অনুযায়ী অধিবেশন চলাকালীন এই ৭ সদস্যের কমিটিগুলিই দলের নীতি নির্ধারণ করবে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে জল্পনা তৈরি হয়েছিল আসন্ন বাদল অধিবেশনকে নজরে রেখে হয়তো বিরোধী দলনেতা পরিবর্তন করতে পারে কংগ্রেস। সে ক্ষেত্রে শশী থারুর বা মণীশ তিওয়ারিকে গুরুত্ব দেওয়া হবে লোকসভায়। যদিও শেষ পর্যন্ত বিরোধী দলনেতা পরিবর্তনের পথে না হেঁটে অধীরের উপরই আস্থা রাখলেন সোনিয়া।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...