করোনার থাবায় জর্জরিত অলিম্পিক্স, এবার আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের তিন সদস্য

0
1

অলিম্পিক্সে ( Olympics ) করোনার( corona) প্রকোপ বেড়েই চলেছে। এবার করোনায় আক্রান্ত হল দক্ষিণ আফ্রিকার ( south Africa )ফুটবল দলের তিন সদস্য। এঁদের মধ্যে দু’জন ফুটবলার।

এদিন দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুই ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও আক্রান্ত হয়েছেন ফুটবল দলের ভিডিয়ো বিশ্লেষক। এঁরা সবাই জাপানে অলিম্পিক ভিলেজেই রয়েছেন।

আগামী বৃহস্পতিবার আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে অলিম্পিক্সে ফুটবল অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

এদিন  দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ” দলের তিনজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এদের মধ্যে দু’জন ফুটবলার রয়েছে। দুই ফুটবলারই জানায় তাদের জ্বর এসেছে। তাপমাত্রা খুব বেশি ছিল। তারপরেই তাদের কোভিডের ফল পজিটিভ আসে।”

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার