Tuesday, November 4, 2025

বঙ্গে ভরাডুবি: পর্যালোচনার সঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা জোট নিয়েও!

Date:

এবারের বিধানসভা ভোটে রাজ্যে অত্যন্ত খারাপ ফল। একটা আসনও পায়নি বামেরা। এই পরিস্থিতিতে আগামী মাসের ৬, ৭, ৮ অগাস্ট সিপিআইএমের (Cpim) কেন্দ্রীয় কমিটির বৈঠক (Central committee meeting)। করোনাকালে ভার্চুয়াল (Virtual) বৈঠক হবে বলে সূত্রের খবর।

এই বৈঠকে বিধানসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে পর্যালোচনা হতে পারে জানা গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পাশাপাশি আইএসএফের (Isf) সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল সিপিআইএম তথা বামেরা (Left)। কোনও কাজেই আসেনি কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট সংযুক্ত মোর্চা। একসময় বাম দুর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে বিধানসভায় (Assembly) বামেদের একজন প্রতিনিধিও নেই। এই নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসেন বাম নেতৃত্ব। এই বিষয়ে রাজ্য কমিটির তরফে একটি রিপোর্ট পেশ করা হবে।

আরও পড়ুন:দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব সিধুর কাঁধে দিলেন সোনিয়া

আইএসএফ-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে জোটে গিয়ে ঘরে-বাইরে বিপুল সমালোচনার মুখে পড়তে হয় বামেদের। বড় দল হিসেবে তার দায় বেশিরভাগটাই এসে পড়ে সিপিআইএম-এর উপর। কারণ ধর্মনিরপেক্ষ যে আদর্শ বামেদের ছিল তা আইএসএফের সঙ্গে জোটে গিয়ে ক্ষুন্ন হয়েছে বলেই মত বেশিরভাগের। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্রীয় কমিটির বৈঠকেও জোট নিয়ে প্রবল প্রশ্নের মুখে পড়তে হতে পরে সিপিআইএমের বঙ্গ ব্রিগেডকে, মত রাজনৈতিক মহলের। ভবিষ্যতে জোট কিংবা সমঝোতার রাস্তায় আদৌ হাঁটা হবে কি না, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি, অগাস্ট ও সেপ্টেম্বরে যে সম্মেলনগুলি হওয়ার কথা রয়েছে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version