Sunday, November 16, 2025

সোশ্যাল মিডিয়ার মেসেজ মামলার প্রামাণ্য দলিল হতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট 

Date:

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় (social media) প্রকাশিত বক্তব্য বা পাঠানো মেসেজ কোনও মামলার প্রামাণ্য (authentic) দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। একটি মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। পাশাপাশি এও বলল, হোয়াটসঅ্যাপে চালাচালি করা মেসেজ ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে কোনও মামলার প্রামাণ্য দলিল হতে পারে না। প্রধান বিচারপতি আর ভি রামানা, বিচারপতি এ এস বোপান্না এবং হৃষিকেশ রায়ের বেঞ্চ এই মামলায় এই পর্যবেক্ষণ দিয়েছে। বিচারপতিরা প্রশ্ন তোলেন, আজকাল হোয়াটসঅ্যাপ মেসেজের প্রামাণ্য নথি হিসেবে কী মূল্য রয়েছে?‌ এখন তো সোশ্যাল মিডিয়ায় যা খুশি ইচ্ছে লেখা যায় এবং ডিলিট করা যায়। তাই হোয়াটসঅ্যাপ মেসেজকে কোনও মূল্য দিতে চাই না।

 

প্রসঙ্গত, দুটি বাণিজ্যিক সংস্থার মামলা এবং দিল্লি পুরসভা ও এটুজেড নামে এক সংস্থার চুক্তির ভিত্তিতে ওঠা প্রশ্নে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। ২০১৬ সালের ২ ডিসেম্বর আবর্জনা সরানোর জন্য এটুজেড সংস্থার সঙ্গে চুক্তি হয় দিল্লি পুরসভার। ২০১৭ সালের এপ্রিলে অন্য আর একটি সংস্থা কুইপ্পোকে আংশিক আবর্জনা সরানোর ভার দেয় এটুজেড সংস্থা। এই নিয়ে দুই সংস্থার চুক্তিও হয়। গত বছর ২৮ মে কুইপ্পোর সঙ্গে চুক্তি বাতিল করে এটুজেড সংস্থা। এর পরেই কুইপ্পো হাইকোর্টে মামলা করে। তারা এটুজেড সংস্থার করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দাখিল করে। সেখানে লেখা, কুইপ্পো সংস্থার ৮.‌১৮ কোটি টাকা বকেয়া রেখেছে এটুজেড। কিন্তু আদালতে এই অভিযোগ খারিজ করে এটুজেড। দাবি ও পাল্টা দাবি নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version