আপনার ভুল, অন্যদের দোষারোপ করবেন না: শুভেন্দুকে তোপ সোম মণ্ডলের

আত্মতুষ্টি ইস্যুতে তৃণমূলের পরে এবার দলীয় নেতার তোপের মুখে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) বিপর্যয় নিয়ে কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “দলের অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন। অনেকেই নিজেদের প্রার্থীদের সম্পর্কে খারাপ কথা বলেছেন। যার কারণে দলের প্রার্থীরা হেরেছেন”। এই মন্তব্যের জেরে শুভেন্দুকে তীব্র আক্রমণ করে টুইট (Twitte) করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী সোম মণ্ডল (Som Mandal)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“শুভেন্দু বলেছেন, নেতাদের আত্মতুষ্টির জন্য বাংলায় বিজেপি হেরেছে। স্যার আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিজেপি হেরেছে কারণ আপনার ভুল প্রার্থী চয়ন এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য। অন্যদের দোষারোপ করবেন না।” এই টুইটৈ সোম মণ্ডল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda), রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে ট্যাগ করেছেন।

বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর আত্মসমালোচনার কথা বলেছিলেন অনেক বিজেপি নেতাই। শাসকদল তৃণমূল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নের ধারাকে দেখে এবং ‘সুবিধাবাদী’ বিজেপির নেতা যাঁরা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের দেখেই আরও বাংলার মানুষ পদ্ম শিবির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এদিন বিজেপি নেতাই সেই সুরে আক্রমণ করলেন স্বয়ং বিধানসভার বিরোধী দলনেতাকে।