Thursday, November 6, 2025

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব সিধুর কাঁধে দিলেন সোনিয়া

Date:

দীর্ঘ দিন ধরে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে সিধুর কাঁধেই পাঞ্জাবের দায়িত্ব সঁপলেন কংগ্রেস(Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। রবিবার সন্ধ্যায় এক বিবৃতি জারি করে সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন, পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হচ্ছে কংগ্রেস বিধায়ক নভজোৎ সিং সিধুকে(Navjot Singh Sidhu)। সিধু ছাড়াও চার জন কার্যনির্বাহী সভাপতি বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, সংগত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল, আর কিজিৎ সিং নাগরা।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে সিধুর সঙ্গে পাঞ্জাবের(Punjab) মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সংঘাত চরম আকার ধারণ করেছিল। পরিস্থিতি সামাল দিতে একদিকে অমরিন্দরকে নির্দেশ দেওয়া হয় মন্ত্রিসভায় রদবদলের এবং সিধুকে সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নেয় হাইকমান্ড । যদিও দিল্লির নেতৃত্তের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন অমরিন্দর। সেই টালমাটাল পরিস্থিতির শেষে সিধুতেই আস্থা রাখলেন সোনিয়া। যদিও কোনরকম সমস্যা এড়াতে চারজন কার্যনির্বাহী সভাপতিও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:‘রবীন্দ্রনাথের মতো দাড়ি হচ্ছে আপনার’, বৈঠকের মাঝে মোদিকে খোঁচা সুদীপের

কংগ্রেস সূত্রে খবর, সিধুকে পাঞ্জাব কংগ্রেসের সভাপতি করা যেতে পারে কি না তা নিয়ে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে রবিবার পাঞ্জাবে বৈঠকে বসেছিলেন ১১ জন সাংসদ। সেখানেই সিধুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে। যদিও দলের প্রবীণ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকেও যে হতাশ করা হবে না সেটাও জানানো হয়েছে দলের তরফে। সব মিলিয়ে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে অমরিন্দর সিং ও সিধুর মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটানোই মূল লক্ষ্য কংগ্রেস হাইকমান্ডের।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version