‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখাতে অভিষেকেই রেকর্ড সূর্যকুমারের

কী বলবেন এই পরিস্থিতি কে? ‘বুড়ো হাড়ের ভেলকি’? হ্যাঁ, ঠিক তাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে অভিষেক হয়েছে ঈশান কিষাণের।কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতেই ডেবিউ ক্যাপ নিয়েছেন দু’জন।বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় দু’জনকেই স্বাগত জানাচ্ছেন।

তবে অভিষেকেই রেকর্ড করে ফেলেছেন সূর্যকুমার। ৪০ বছরের মধ্যে ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল সমীর দিঘের। তাঁর ৩১ বছর বয়সে অভিষেক হয়েছিল। ২০০০ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। সমীর দীঘে ছিলেন উইকেট-কিপার ব্যাটসম্যান।
আবার ৩০ বছর ৩০৭ দিন বয়সে একদিনের ক্রিকেটে অভিষেক হল সূর্যকুমার যাদবের।
একদিনের ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হল সূর্যকুমার যাদবের।
এই সিরিজে নিজেকে নিংড়ে দিতে মরিয়া হয়ে রয়েছেন সূর্যকুমার। কারণ এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে, দ্বিতীয় বার তিনি আর সুযোগ নাও পেতে পারেন।