ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ৩৫৪ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২.১৯৮.৫১ (⬇️ -০.৬৮%)

🔹নিফটি ১৫,৬৩২.১০ (⬇️ -০.৭৬%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সুখের সময় দীর্ঘ স্থায়ী হলো না মঙ্গলবার বড় ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৩৫৪ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:৪০ কোটি মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, তৃতীয় ঢেউয়ের আগে উদ্বেগ বাড়াচ্ছে সমীক্ষা

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৫৪.৮৯ পয়েন্ট বা -০.৬৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২.১৯৮.৫১। এনএসই নিফটি (NSE Nifty) -১২০.৩০ পয়েন্ট বা -০.৭৬ শতাংশ নেমে হয়েছে ১৫,৬৩২.১০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

 

Previous articleমনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতিদের মূল চুক্তিপত্র দেখার আমন্ত্রণ জানাল ইস্টবেঙ্গল কর্তারা
Next articleকেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ