Monday, August 25, 2025

পেগাসাস নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করে দেব: হুঁশিয়ারি ডেরেক-মহুয়ার

Date:

পেগাসাস(Pegasus) ইসুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। ভিভিআইপিদের ফোনে আড়িপাতার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের মত নেতৃত্বদের ফোনে আড়ি পেতেছে সরকার(central government)। আর এই ঘটনায় মঙ্গলবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র।

এদিন কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না। তৃণমূল সাংসদদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব। পাশাপাশি মহুয়া মৈত্র বলেন, ভারতের সাংবাদিক, নেতাসহ ৩০০ জনের ফোনের উপর নজরদারি চালানো হয়েছে। পেগাসাস বলছে, তারা শুধু সরকারকে সফটওয়ার বিক্রি করে। কেন্দ্র তাহলে স্পষ্ট করে জানাক, তাদের কোনও মন্ত্রক বা কোনও সংস্থা পেগাসাস ব্যবহার করছে কি না।

আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

এদিকে এই ঘটনায় আগেই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এদিন প্রশ্ন তোলেন, ‘রাহুল গান্ধী, নিজেদের ক্যাবিনেট মন্ত্রী এবং সাংবাদিকদের ওপরে গোয়েন্দাগিরি করা হয়েছে। এটাই কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই?’ পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপির নাম বদলে রাখা উচিত ভারতীয় জাঁসুসি পার্টি।’

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version