কেন্দ্রের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। পেগাসাস ইস্যুতে এবার সরব তৃণমূল ছাত্র পরিষদ। এর প্রতিবাদে ধর্মতলায় মহাত্মা গান্ধীর মূর্তির সামনে অবস্থান কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের ফোনে আড়ি পাতা মানে কিন্তু পরিস্কারভাবে তারা চাইছে বিরোধীদের নস্যাৎ করতে। বিরোধীদের স্ট্র্যাটেজি জেনে তাদের ভাঙতে। বলে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ফোনে আড়ি পাতা এটাতো সংবিধান বিরোধী। আজকে কেন্দ্রীয় সরকার যেটা করছে’এটা ঠিক নয় বলেও তোপ দাগা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আরও জানান, আজ পথে নেমে আন্দোলন করছি আগামী দিনে দেশে যে পরিস্থিতি চালু হচ্ছে। তার ফলে মোদি সরকার সেনাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনে ভরাডুবির হবার পরেও এ ধরনের সার্ভেলেন্স ইন্ডিয়ার প্রতিবাদে আজকের এই অবস্থান। সেই সঙ্গে দিনের-পর-দিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন- এসপি-কে হুমকির জের: শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Previous articleকরোনার থাবায় জর্জরিত টোকিও অলিম্পিক্স, আলাদা বায়োবাবলে টিম অস্ট্রেলিয়া
Next articleমাধ্যমিকের ফলাফল নিয়ে সমালোচনা করতে গিয়ে নিজেই ট্রোলড শতরূপ