Wednesday, August 27, 2025

লক্ষ্য ২০২৪ (target 2024) । আজ দেশজুড়ে একটাই স্লোগান বিজেপি হঠাও দেশ বাঁচাও। আজ একুশে জুলাই(21 July Shahid divas) শহিদ তর্পনের মুহূর্তে একটাই অঙ্গীকার , একটাই প্রতিশ্রুতি । লক্ষ্য ২০২৪। বিজেপির অপশাসন থেকে দেশের শাপমুক্তি। বাংলার নেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অপেক্ষায় সারা দেশ। আজ শহিদ দিবসের দিনেে তাই  দেশজুড়ে একটাই প্রতিশ্রুতি , একটাই অঙ্গীকার  একটাই স্লোগান ..বিজেপি হঠাও দেশ বাঁচাও।

করোনা আবহে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবস এবার ভার্চুয়ালে। কলকাতা থেকে জেলা থেকে দেশ… সম্পূর্ণ হয়েছে শহিদ দিবস পালনের চূড়ান্ত প্রস্তুতি। শহিদ দিবস উপলক্ষ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবছরের মতো এদিনও ধর্মতলায় পালিত হল তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি। এখানেই প্রতি বছর শহিদ দিবসের কর্মসূচি পালন করে তৃণমূল । এবার করোনা আবহে অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত । তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম সহ দলের নেতারা। পার্থ চট্টোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় দেশ। শহিদদের বলিদান ব্যর্থ হওয়ার নয়। সুব্রত বক্সি বললেন, আমাদের লক্ষ্য ২০২৪ (target 2024) । আজ দেশজুড়ে একটাই স্লোগান বিজেপি হঠাও , দেশ বাঁচাও। আজ একুশে জুলাই(21 July Shahid divas) শহিদ তর্পনের মুহূর্তে একটাই অঙ্গীকার একটাই প্রতিশ্রুতি । লক্ষ্য ২০২৪। বিজেপির অপশাসন থেকে দেশের শাপমুক্তি ঘটবেই। আর তা হবে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে। এদিন রাজ্যের পাশাপাশি, দলনেত্রীর বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল।

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version