Sunday, August 24, 2025

২০২৪-এর লোকসভা নির্বাচনকে( election) নজর রেখে এবার বড় পরিসরে ২১ জুলাই(21 July) পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বাংলা তো বটেই দেশের কোনায় কোনায় দিদির ভাষণ পৌঁছে দিতে প্রস্তুতি সেরে ফেলেছেন তৃণমূলের(TMC) কর্মীরা। দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা, তামিলনাড়ুতেও এবার ভার্চুয়ালি ভাষণ দিতে দেখা যাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। বুধবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

আরও পড়ুন:আজ ২১ জুলাই  ভার্চুয়াল সমাবেশে মমতার বক্তব্য শুনবেন কয়েক কোটি মানুষ

দিল্লির তৃণমূল অফিসের সামনে এদিন বিশাল জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে উপস্থিত থাকছেন তৃণমূলের সাংসদদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরাও। প্রস্তুতি সেরে ফেলা হয়েছে উত্তর প্রদেশেও। এই রাজ্যের তৃণমূল সভাপতি নীরজ রায় জানান, উত্তরপ্রদেশের যতটা সম্ভব বেশি এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্লক থেকে শুরু করে বহু গ্রামেও মমতার ভাষণ শোনানো হবে। সেজন্য যতটা বেশি সংখ্যক জায়ান্ট স্ক্রিনও লাগানোর চেষ্টা হয়েছে। লখনউ ছাড়াও উত্তরপ্রদেশের মির্জাপুর, বারাণসী, আজমগড়, বরেলিতে ২১ জুলাই কর্মসূচি পালন করা হচ্ছে। বাদ নেই গুজরাট- ত্রিপুরাও এই সমস্ত রাজ্য গুলিতেও জায়গায় জায়গায় লাগানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। যার মাধ্যমে বাংলা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে পারবেন এখানকার জনগণ।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version