ইস্টবেঙ্গলের সঙ্কটের দিনে বিধায়ক বেতনের টাকা দিতে চান মদন মিত্র

ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের সাম্প্রতিক চুক্তি জটিলতা ও ডামাডোল পরিস্থিতি নিয়ে বুধবার ময়দানে ক্লাব তাঁবুতে লাল-হলুদ সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। যা দেখে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্র মদন মিত্র (Madan Mitra) ব্যথিত। এদিন সমর্থকদের একাংশের বিক্ষোভ ও তাদের উপর পুলিশের লাঠি চার্জ দেখার পর আর চুপ থাকতে পারেননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের সমর্থকদের পাশে তিনি আছেন। প্রয়োজনে বিধায়ক হিসাবে নিজের এক মাসের বেতন ক্লাবকে দিয়ে দেবেন তিনি। মদন মিত্র তাঁর ৭ মিনিট ৩৪ সেকেন্ডের লাইভে বলেন, কেউ যেন ভুলে না যায় তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন। আর তিনি কোনও মতেই ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি হতে দেবেন না। ক্লাবের সঙ্কটের দিনে সমর্থকরা ডাকলেই তিনি ছুটে যাবেন, যেভাবে কোথাও আগুন লাগলে দমকল ছুটে যায়!

আরও পড়ুন- নবরূপে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করলেন মমতা, অভিনন্দন জানালেন অভিষেক