ফের তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেলো একদা দলের “সেকেন্ড ইন কম্যান্ড” ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুকুল রায়কে। মাঝে চার বছরের একটা দূরত্ব। এর আগে ২০১৭ সালে ধর্মতলায় একুশের শহিদ দিবসের সমাবেশে শেষবার দেখা গিয়েছিল মুকুল রায়কে। যদিও সে বার বক্তৃতা করার সুযোগ পাননি তিনি। কারণ, ওই সময় দল ও দলনেত্রীর সঙ্গে “দূরত্ব” তৈরি হয়ে গিয়েছিল। এবং ওই বছরই পুজোর ঠিক পর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল।

প্রায় সাড়ে তিন বছর বিজেপির সঙ্গে ঘর করার পর মোহভঙ্গ। বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো এবং প্রথমবার জনগণ দ্বারা নির্বাচিত বিধায়ক মুকুল রায় শুভেন্দু অধিকারীর দাপটে গেরুয়া শিবিরে কার্যত কোণঠাসা ছিলেন।

এরপর গত ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের হাত ধরেই “ঘর ওপায়সী” হয় মুকুলের। সঙ্গে নিয়ে এসেছেন তাঁর পুত্র তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশুকেও। শাসকদলের সৌজন্যে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যানও হয়েছেন। তবে খাতায়কলমে এখনও তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের “বিজেপি বিধায়ক”। কিন্তু এক সময়কার ছায়াসঙ্গী মুকুল রায়কে পাশে নিয়েই এদিন ফের দলের সবচেয়ে বড় কর্মসূচি সারলেন মমতা।

আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্য মৃত্যু তদন্তে এবার একসঙ্গে তলব ৮ পুলিশ কর্মীকে
